করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Plumbum metalicum (প্লাম্বাম মেটালিকাম) এর মুল লক্ষণ

 Plumbum metalicum (প্লাম্বাম মেটালিকাম)

পক্ষাঘাত বা পক্ষাঘাত সদৃশ দুর্বলতা, মাংশপেশি শুকায়

নাভিমূলে বা উদরশুল বেদনা। মনেহয় উদরকে দরি দিয়ে মেরুদন্ডের দিকে টানছে।

মাঢ়ী প্রান্তে নীলবর্ণের রেখা মাড়ি ফোলা

নিদ্রার সময় অদ্ভুদ পজিশনে ঘুমায়

কোষ্ঠকাঠিন্য সহ পেট ব্যাথা, ছাগলের নাদির মত মল

বিষন্নতা সাংঘাতিক কিছু ঘটার ভয়

মনেহয় কেউ তাকে খুন করবে

পরিবর্তনশীলতা

-----------------------------

ক্রিয়া নাশক:Alumina, Ant. c, Arsenicum, Belladonna, Coccul., Hepar, Kreo., Lyc, Nux v., Opium, Petrol., Platina, Sul. ac, Zinc; alcohol is a preventive.

মায়াজমঃ 

প্বার্শঃ  

ক্রিয়াকালঃ ২০-৩০ দিন

ডান কাতরতাঃ  শীতকাতর