Podophyllum পডোফাইলাম
ডাইরিয়া, অত্যান্ত দুর্গন্ধ যুক্ত মল, পিচকারীর মত বের হয়,
সকালে ব্যাথা ছাড়া প্রচুর মল বের হয়
পর্যায়ক্রমে উদারাময় ও কোষ্ট্যবন্ধতা, কোষ্ট্যবন্ধতায় মাথা ব্যাথা বৃদ্ধি
কোষ্ট্যবন্ধতায় মলদ্বার বাহির হয়,
প্রসবের পর জড়ায়ু শিথীলতা, অর্শ,
লিউকোরিয়া, মুখে গন্ধ, পারদের অপব্যবহারে প্রয়োগ
ডান ওভারীতে ব্যাথা আরাম্ভ হয় উরু পর্যন্ত ছড়ায়, লিভারের ব্যাথা মালিশে উপশম
---------------------------------------
ক্রিয়া নাশক:Coloc,Lact. ac,Lept.,Merc, Nux
v*
শত্রু: salt,
which increases its action.
মায়াজমঃ
প্বার্শঃ ডান
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ০-৫০ দিন