Bryonia ব্রায়োনিয়া
তরুন রোগ ধীরে ধীরে বৃদ্ধি পায়, নড়াচড়ায় বৃদ্ধি পায়। চুপ থাকলে উপশম।
শ্লৈষ্মিক ঝিল্লির শুস্কতা, প্রদাহ। ঠোট, মুখ, নাক, গলা, মলদ্বার শুকিয়ে যায়।
পিপাসা লাগে, এক সাথে প্রচুর পানি পান করে।
কোষ্টকাঠিন্য, ঝামার মত মল ও মাথা ব্যাথা।
সুই ফোটানোর মত ব্যাথা, চাপিয়া ধরলে উপশম।
ব্যাথায় স্তন্য চাপিয়া ধরে হাটে।
একা থাকতে চায়, খিটখিটে মেজাজ।
রাতে শুস্ক কাশি।
ডান দিকের রোগ।
--------------------------------
ক্রিয়া
নাশক:Aconite, Alumin., Calc,
Camph., Chamomilla, Chelidonium, Chlorum, Cinchona, Clem., Coff, Fragaria,
Ignatia, Merc, Murex ac, Nux v., Pulsatilla, Rhus, Seneg.
মায়াজমঃ
প্বার্শঃ উভয়
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ৭-২১ দিন
ক্যাল্কেরিয়া
কার্ব এবং ব্রায়োনিয়া কাছাকাছি সময়ে একটির আগে বা পরে অন্যটিকে ব্যবহার করা নিষেধ
।