Borax বোরাক্স
নিম্নগতিতে ভয়, শিশু সিড়ি দিয়ে নামতে গেলে মাকে জড়িয়ে ধরে।
শব্দভীতি, রোগী যে কোন শব্দে চমকে ওঠে।
শিশু নিদ্রিত / দোলনায় চড়া অবস্থায় চমকে ওঠে।
শিশুর মুখে, প্রসাব নালীতে ও মলদ্বারে ঘা। মলমুত্র ত্যাগের পূর্বে কাদে।শিশু যখন দুধ খায়, বোটায় গড়ম লাগে।
প্রচুর শ্বেত প্রদর, ডিমের সাদা অংশের মত। রানের উপর দিয়ে গড়িয়ে পরে, গড়ম লাগে।
মাথার চুল, ভ্রুর চুল জটা লাগে।
জড়ায়ুর যোনীপথ দিয়ে বের হওয়ার অনুভুতি।
স্বপ্নে স্বামীর সাথে যৌনমিলন দেখে।
--------------------------------
ক্রিয়া
নাশক:Chamomilla, Coffea
শত্রু; vinegar, wine
মায়াজমঃ
প্বার্শঃ
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ০-৩০ দিন