ব্যস্ত ও ত্রস্তভাব, সবকাজ তারাতারি করে
মনে হয় সময় ধীরে যায়।
বিমর্ষ, সহজে রাগ হয়।
উচু জায়গায় উঠলে ভয়
চিনি বা মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা কিন্তু সহ্য হয় না
লবণ খাওয়ার ইচ্ছা
কাটা ফোঁটার মত ব্যথা
রোগী ডানপাশে শুইতে পারেনা। হার্টবিট শুরু হয়।
জিহবায় ব্যাথা , জিহবার ডগা লাল, জিহবার উপরের দানাগুলি বড়
মলের রঙ সবুজ,
আমযুক্ত, মল সজোড়ে বাহির হয়
পেট বায়ুতে পূর্ণ হয়ে গড় গড় শব্দ করে। কষ্টে বায়ু নিঃসরন
-----------------------------------------------
ক্রিয়া
নাশক:Ammonium caust., Arsenicum,
Natr. m. (chemical and dynamic), milk; after use of tobacco. মায়াজমঃ
সোরা (২)সাইকোসিস(১)
প্বার্শঃ
উভয়
কাতরতাঃ গরমকাতর
ক্রিয়াকালঃ ০-৩০ দিন