করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Argentum-Metallicum (আর্জেন্টাম মেটালিকাম) এর মর্মকথা

Argentum-Metallicum (আর্জেন্টাম মেটালিকাম) 
রোগী লম্বা শীর্ণ অকাল বৃদ্ধ 
অতিরিক্ত শুক্রক্ষয় , মানসিক পরিশ্রম বশতঃ স্নায়বিক দুর্বলতা 
বাম ডিম্বকোষের ব্যথা ও জরায়ুর শিথিলতা 
স্বরভঙ্গ দোষ 
বুকের মধ্যে দারুণ দুর্বলতা বাম বুকে বেশি, 
 শুইলেই বুক ধরফর করে 
গড়ম ভাল লাগে গড়মে উপশম 
সকালে হাচি সাথে পানির মত সর্দি 
হাসতে গেলে কাশি আসে 
 চুপচাপ বসে থাকলে পিঠ ও শরীর বেদনা বৃদ্ধি, 
বেড়ালে উপশম 
দুপুরে ব্যাথা সহ বহু রোগের উপসর্গ আসে 
শরীরের নানা স্থানে ক্ষত। প্রচুর রস ঝড়ে। 
 ক্ষত এর উৎপত্তি স্থানে রস জমে শক্ত হয়। নানাস্থানে রস জমে কঠিন গুটি হয়। 
স্রাবের রং ছাইয়ের মত, ঘন চটচটে। চুলকাতে চুলকাতে রক্ত বাহির করে ফেলে
-----------------------------------------------------
-------------------------------
ক্রিয়া নাশক:Merc, Pulsatilla 
মায়াজমঃ  
 প্বার্শঃ বাম   
কাতরতাঃ
ক্রিয়াকালঃ ০-৩০ দিন