একোনাইট
একোনাইটের লক্ষণ গুলি নিয়ে সংক্ষেপে আমি একটি ছড়া লিখেছি।
ঝড়ের বেগে আসে একো ঝড়ের বেগে যায়,
হঠাৎ আক্রমন করে একো বিরতীহীন চালায়।
অস্থিরতা, কাতরতা, এপাস ওপাস ছটফটানি,
মৃত্যু ভয়ে ভীত একো খায় প্রচুর পানি।
বেশি শীত বেশি গরম হঠাৎ হাওয়া আসা,
ঘর্ম ছাড়া চর্মে একো
করে খসখসা।
বাইরে যেতে ভীত একো হয়না রাস্তা পার,
ব্যাথার চোটে কাদতে
থাকে একো লাগে যার।
একো মৃত্যুত তারিখ নির্দ্রিষ্ট করে বলে দেয়।
-------------------------------------
ক্রিয়া
নাশক:Acet. ac, Actea rac.,
Coffea, Chamomilla, Coffea, Nux v., Paris, Petrol., Sepia, Sul., Verbascum;
vinegar, wine.
মায়াজমঃ
প্বার্শঃ
ডান কাতরতাঃ শীতকাতর
জ¦র হলেই একোনাইট দিও না অথবা
পর্যায়ক্রমে একোনাইট দিওনা। যদিও সত্য সত্যই একোনাইটের রোগী হয়, তবে একাই তা সারিয়ে দিবে।