Abrotanum (এব্রোটেনাম)
চিকন,বৃদ্ধদের মত মুখমন্ডল, ঝ্যালঝ্যালা
কোন বিষয়ে বোঝার ক্ষমতা কম, খিটখিটে ও নিষ্ঠুর
উদারাময় ও শিশুদের শীর্নতার মহা ঔষধ
উদরাময়ে উপশম ও বাত উদারাময়ে অজীর্ণ।
পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর
ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বে ও দেহ শুকিয়ে যায়
চোখের চারিদিকে নীলরেখা।
বালকদের নাক থেকে রক্তস্রাব
বাচালতা
অন্ডকোষে পানি জমা