করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Abrotanum (এব্রোটেনাম) এর মর্মকথা

 Abrotanum (এব্রোটেনাম)

চিকন,বৃদ্ধদের মত মুখমন্ডল, ঝ্যালঝ্যালা

কোন বিষয়ে বোঝার ক্ষমতা কম, খিটখিটে ও নিষ্ঠুর

উদারাময় ও শিশুদের শীর্নতার মহা ঔষধ

উদরাময়ে উপশম  ও বাত উদারাময়ে অজীর্ণ।

পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর 

 ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা থাকা সত্ত্বে ও দেহ শুকিয়ে যায়

চোখের চারিদিকে নীলরেখা।

বালকদের নাক থেকে রক্তস্রাব

বাচালতা

অন্ডকোষে পানি জমা