হাতের কব্জির উপর টিউমারে রুটা ভাল কাজ করে।
সেলাই বা সুক্ষ কাজ করার সময় চোখ জ্বালা,ব্যাথা ,গরম ও লাল হয়।
দৃষ্টি বিপর্যয়।
মলদারে জোরে কোঁথ দিয়ে সরলাতন্ত্র বের হয়, ঢুকে না
ব্যথাঃ হাড়ের ভিতর ব্যথা , হাত পা এর হাড়ে ও পায়ের পাতায় বাত হইলে
সন্ধিস্থান মচকে যাওয়া। সন্ধিস্থানে/শরীরের কোন অংশে আঘাত লাগা
পিঠে ও কোমরে ব্যথা। কোমরে ব্যথা চিৎ হয়ে থাকলে উপশম।
স্ত্রী জননেন্দ্রিয়ে চুলকানির সহিত বাম স্তনে ব্যথা।
অসময়ে গর্ভপাত সাথে রক্ত ও প্রলাপ।