করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

KALI SULPHURICUM. (ক্যালি সালফ ) এর মর্মকথা

KALI SULPHURICUM. (ক্যালি সালফ )

 হলদে রঙের অনুত্তেজক স্রাব। যন্ত্রণা নানা স্থানে ঘুরে বেড়ায়, পঁচনশীল বাত।
 রোগী অতি সহজে ক্রুদ্ধ হয়, মেজাজ ভয়ানক খিটখিটে, বড়ই একগুয়ে। পরিশ্রম বা লোকসঙ্গ মোটেও পছন্দকরে না, মানসিক অবস্থা বড়ই পরিবর্তনশীল।
 বিছানা ছাড়লে ও দাঁড়ালে মাথা ঘুরতে থাকে। কোন উজ্জ্বল জিনিষের প্রতি
তাকিয়ে থাকলে মাথা ঘুরে। মাথার যন্ত্রণা সন্ধ্যাবেলা,বদ্ধঘরে এবং উত্তাপে বাড়ে।শীতল বাতাসে ও মধ্যরাতের পর যন্ত্রণা উপশম।
 প্রমেহ রোগের হরিদ্রাবর্ণ বা পিচ্ছিল স্রাব এবং পূঁজের ন্যায় স্রাবযুক্ত পুরাতন প্রমেহ বা গ্লীট রোগ।