Pulsatilla nigricans (পালসেটিলা নাইগ্রীকেন্স)
শরীর মন কোমল, অল্পেই তুষ্ট
নম্রতা ও ক্রন্দনশীলতা,ডাক্টারের নিকট কথা বলতেও কাদে।
জড়ায়ুর সমস্যায় কার্যকর
অতিঋতু , অল্প ঋতু, বেদনা যুক্ত ঋতু। ঋতুবতী হইবার পর অতিরিক্ত শুকাইয়া যায়
পরিবর্তনশীলতা, রোগ একস্থান থেকে অন্য স্থানে প্রকাশ পায়
ভ্রমনশীল বেদনা টেনেধরার মত বেদনা
মন বারবার পরিবর্তিত হয়, সন্ধ্যা থেকে ভুতের ভয়
মনেকরে সহবাস জঘন্য পাপ।
ঘী তৈলাক্ত খাদ্য সহ্য হয়না, টক ঝাল খাবার ইচ্ছা।
জ্বর বিকাল ৪ টায় বৃদ্ধি ,
মুখের ভিতর শুষ্কতা, তৃষ্ণাহীনতা।
গরমে বৃদ্ধি ও গাত্র সর্বদা উত্তপ্ত,শীতকাতর কিন্তু খোলা বাতাস চায়।
-----------------------------------------
ক্রিয়া নাশক:coffee, vinegar, Antim tart.,
Belladonna,Chamomilla, Cinchona, Coffea, Colchicum, Ignatia, Lyc, Nux v.,
Platina, Sabad., Stramonium, Sul., Sul. ac; iron, quinine, poisoning by
toadstools, vapors of mercury and copper, whiskey.
মায়াজমঃ
প্বার্শঃ ডান
কাতরতাঃ গরমকাতর
ক্রিয়াকালঃ ০-৪০ দিন
পালসেটিলা,সিকিলি ও
সিপিয়া গর্ভাবস্থায় ১ থেকে ৬ মাসের মধ্যে ব্যাবহার করলে বাচ্চা নষ্ট হতে
পারে।