Phosphorus (ফসফরাস)
পাতলা একহারা চেহারা দ্রুত বাড়ে লম্বা, দেখতে সুন্দর,তীক্ষ্ণ বুদ্ধি,
রক্তস্রাবের প্রবণতা
বুক ধরফর করে
রাক্ষুসে ক্ষুধা, পেটে শুন্যবোধ
শরীরের নানা স্থান অল্প স্থান জুড়ে জ্বল্ মেরুদন্ড
জ্বালা করে
বামপার্শ্ব ও চেপে শুতে পারে না
ধ্বজভংগের পুর্বে খুব কাম উত্তেজনা মিলনে শীতল,হস্তমৈথুন
অভ্যাস আছে
একা থাকলে, ঝর বৃষ্টির পূর্বে , অন্ধকারে, উৎকন্ঠা
অস্থিরতা।
ঠান্ডা খাওয়ার আগ্রহ ,লবন খাওয়ার আকাঙ্ক্ষা।
-------------------------------------------
ক্রিয়া নাশক:Camph., Coffea, Nux v., Rhus
v., Terebintha, wine; ill effects of camphor, iodine, and excessive use of
table salt.
শত্রু: Causticum
মায়াজমঃ সোরা (২)সাইকোসিস(২)
প্বার্শঃ বাম
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ০-৪০ দিন
উচ্চ শক্তিতে ব্যাবহার নিষেধ। নিম্নতে উপকার পেলে আস্তে
আস্তে বৃদ্ধি হবে। বাম ফুসফুসের ব্যথায় ফসফরাস
ঔষধটি ঘন ঘন প্রয়োগ করা বিপজ্জনক।