Nux Vomica নাক্স
অতিরিক্ত রাত জাগা, অতিরিক্ত পড়াশুনা,অতিরিক্ত বিলাসিতা, অতিরিক্ত ঔষধ খেয়ে রোগ জটিল করা।
প্রকৃতির বিরুদ্ধে চলে, নেশায় আসক্ত।ফাস্টফুডে অভ্যস্ত, হিংসুক, রাগী, জেদী, হটকারী আচারণ
দেহমনে অতৃপ্তি, বার বার মলত্যাগের চেষ্টা করে।
মনে হয় বমি হলে ভাল হত, একটু ঘুম হলে ভাল হত।
সন্ধ্যায় ঘুম,
মাঝ রাতে নাই আবার শেষ রাতে ঘুম। ঘুম ভাঙ্গার পর ক্লান্তি ও খারাপ অনুভুতি।
ধাতু দুর্বলতা, ঋতুস্রাব ও আমাশয়ের পর কোমর ব্যাথা। বসে থাকতে কষ্ট, বারবার পার্শ পরিবর্তন করে।
শীত কাতর, ঠান্ডা বাতাস অসহ্য, জামা কাপড় খোলেনা।
পর্যায়ক্রমে উদারাময় কোষ্ট্যকাঠিন্য।
কোষ্ট্যকাঠিন্যে উচ্চ শক্তি, উদারাময়ে নিম্ন শক্তি দিতে হয়।
স্বপ্নদোষ, অতিরিক্ত হস্থমৈথুন,প্রচন্ড
বুকজ্বালা সহ গ্যাস নাক্স মাদার দিতে হবে। মাদার ১০ দিনের বেশি সেবন নয়।
অত্যান্ত মানসিক পরিশ্রম হেতু
পীড়া।
-----------------------------------------------------
ক্রিয়া নাশক:wine, coffee,Aconite, Belladonna, Camph.,
Chamomilla, Coccul., Opium, Pulsatilla, Stramonium; to narcotic, drastic and
vegetable remedies; bad effects of aromatics in food, such as ginger, pepper
and of so-called hot medicines, citrate of magnesia, alcohol, the tremors of
mercury, neuralgia of Mezereum, and ether.
শত্রু: acids, Ignatia, Zincum met.
মায়াজমঃ
প্বার্শঃ ডান
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ১-৭ দিন
নাক্স ভমিকা
রাতে এবং সালফার সকালে দিতে পারেন যদি তাদের সম্পূরক ক্রিয়া প্রত্যাশা করেন
।