Drosera ড্রসেরা
হুপিং কাশি, বিকাল ও মাঝ রাতের পর কাশি।
হাসতে, কাদতে বা পানি পানে কাশি বৃদ্ধি, কাশতে কাশতে বমি, খাদ্য ও স্লেষ্মা বের হয়ে আসে।
কাশির শব্দ কুকুরের আওয়াজ বা ঢাকের মত ঢং ঢং।
টিউবার কুলার মায়াজম, অস্থির প্রকৃতির, কিছু ধরতে গেলে হাত কাপে।
-------------------------------------------------------------
ক্রিয়া
নাশক: Camph.
মায়াজমঃ
প্বার্শঃ
ডান
কাতরতাঃ
ক্রিয়াকালঃ ২০-৩০ দিন
সতর্কতাঃ হুপিং কাশিতে ১ মাত্রা দিয়ে ৭/৮ দিনের মধ্য ২য়
মাত্রা দেয়া যাবেনা।