করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Colocynthis কলোসিন্থিস এর সারমর্ম

 Colocynthis কলোসিন্থিস

  ক্রোধ বা বিরক্তির ফলে ব্যাথা, চাপিয়া ধরলে উপশম

  ভয়ানক শুল ব্যাথা, কেটে ফেলার মত ব্যাথা, যন্ত্রনায় মুখ পাংশু হয়ে যায়, বেদনায় রোগী দ্বিভাজ হয়ে যায়

  শরীরের ভিতরে, বাহিরে সংকোচন অনুভুতি

  ব্যাথার প্রথম অবস্থায় চাপ দিলে উপশম, অনেকদিন হলে চাপ দিলে অসহ্য লাগেব্যাথা 4-9 দিন থাকে

  আহারের পর বৃদ্ধি, মুখের স্বাদ তিতা

-----------------------------------------

ক্রিয়া নাশক:Camph., Causticum, Chamomilla, Coffea,. Magn., Opium, Staphysagria; large doses are counteracted by tepid milk, infusion of galls, camphor and opium.

মায়াজমঃ  

প্বার্শঃ   

কাতরতাঃ

 ক্রিয়াকালঃ ১-৭ দিন