Cina সিনা
কৃমি ও কৃমি জনিত লক্ষণে ব্যাবহার হয়
নিদ্রায় দাত করমর করে,কাদে,
ঘুম থেকে জেগেও কাদে, নাক খোটে পাছা উপর হয়ে ঘুমায়। বিছানায় প্রসাব করে।
মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছা, চক,
কাঠ, কয়লা, দেয়াল খাওয়ার প্রবল ইচ্ছা।
খাই খাই করে কিন্তু খেতে দিলে খায়না, মাতৃদুগ্ধে অনিচ্ছা
চোখের চারিদিকে নীল দাগ পরে,
এক গাল লাল অন্য গাল ফ্যাকাসে
শিশু খিটখিটে বদমেজাজী, কোলে থাকতে চায়,
অপরিচিত জন দেখলে কথা বলতে চায়না। চোখে চোখে তাকালে বিরক্ত হয়।
----------------------------------------
ক্রিয়া
নাশক:Camph., Caps., Cinchona,
Merc; black pepper.
মায়াজমঃ
প্বার্শঃ
কাতরতাঃ
ক্রিয়াকালঃ ১৫-২০ দিন