করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Chamomilla ক্যামেমিলা এর সারমর্ম

 Chamomilla  ক্যামেমিলা

  নারী শিশুদের ঔষধ

  বদমেজাজী্, কলহ প্রিয়, গায়ে পড়ে ঝগড়া করে কথার বিরোধীতা সহ্য হয়না

  প্রসবের পর ভ্যাদাল ব্যাথা ব্যাথা অত্যান্ত অসহ্য মনেহয় হাটাচলায় উপশম

  নিদ্রালু কিন্তু ঘুম হয়না, নিদ্রা কালে ঘাম আসে

  মুখের স্বাদ তিতা, ঢেকুরে পচা ডিমের গন্ধ

  রাতে পায়ের তলা ,হাতের তলা জ্বলে পাদুটি বাইরে রাখে

  জ্বরে ঘাম, পিপাসা এক গাল লাল, গড়ম অন্য গাল বিবর্ণ ঠান্ডা

  শিশু ঘ্যান ঘ্যান করে, থু থু ছিটায় অনাবরত কাদে কোলে নিয়ে চাপরালে শান্ত হয়

  মা রাগ অবস্থায় দুধ পান করালে শিশুর তরকা রোগ হয়

-----------------------------------------------------

--------------------------------------------

ক্রিয়া নাশক:Aconite, Alumina, Borax, Camph., Coccul., Coffea, Coloc, Conium, Ignatia, Nux v., Opium, Pulsatilla; useful in cases spoiled by opium or morphia, as an intercurrent, or before giving other remedies.

মায়াজমঃ  

প্বার্শঃ   

কাতরতাঃ  শীতকাতর 

ক্রিয়াকালঃ ২০-৩০ দিন