Arsenic Album আর্সেনিক এল্বা
শারিরীক ও মানসিক অস্থিরতা,অবসাদ,অতিমাত্রায় দুর্বলতা।
আক্রান্ত স্থানে জ্বালা, উত্তাপে জ্বালা ও ব্যাথার উপশম হয়।
প্রবল পিপাসা, অল্প পানি পান করে।পানি পান মাত্র বমি।
স্রাব/বমি অল্প, তরল, দুর্গন্ধ যুক্ত।
মল অল্প, তরল, দুর্গন্ধ যুক্ত, জ্বালাকর ও কালো রংগের।
আর্সেনিকের ক্ষেত্রছাড়া ইহার প্রয়োগ মারাত্তক বিপদ আনে।
নির্দ্রিষ্ট সময় পর পর রোগ আক্রমন করে। পর্যায়ক্রমে মাথা ব্যাথা ও গেটে বাত।
মধ্যদিন বা মধ্যরাতের পর রোগ বৃদ্ধি।
রোগের কারনে মৃত্যু ভয়, ক্যান্সারের ভয়।
অর্শরোগে নড়াচড়ায় /বসে থাকলে সূঁচফোটানো যন্ত্রণা কিন্তু মলত্যাগে যন্ত্রণাহীন।
গরমে উপশম পায় গায়ের চামড়া শুকনো, আঁস ওঠে, কুঁচকে যায় , কালচে ফুস্কুরী এবং জ্বালা ও ব্যথা থাকে।
--------------------------------------------------
ক্রিয়া
নাশক: Opium; Carbo; China; Hepar;
Nux. Chemical Antidotes: Charcoal; Hydrated Peroxide of Iron; Lime Water. এন্টিডোড না দেয়া অবধি দুধ পান করতে হবে।
মায়াজমঃ সোরা (১)সাইকোসিস(১)
প্বার্শঃ
ডান
কাতরতাঃ শীতকাতর
সতর্কতাঃ লক্ষণ না মিলিয়ে হুট হাট করে ইহার প্রয়োগ
নিষেধ। টাইফয়েড রোগীতে
সুস্পষ্টভাবে নির্দিষ্ট না হয়ে আর্সেনিক প্রযোজ্য হলে অপূরণীয় ক্ষতি করে।
ক্রিয়াকালঃ ৬০-৯০ দিন