Acid-Nitricum (এসিড নাইট্রিকাম)
শ্লৈষ্মিক ঝিল্লি ও চর্মের সন্ধিস্থলে ক্ষত বা ফেঁটে যাওয়া
ক্ষত বা চর্ম থেকে যখন তখন রক্তস্রাব
স্রাবে দূর্গন্ধ, বিশেষতঃ প্রস্রাবে
মলত্যাগের পর মলদ্বার ছিড়ে ফেলার মত ব্যাথা, কাটা ফোঁটার মত ব্যথা
ব্যাথা হঠাৎ আসে হঠাৎ যায়
অল্পেই ঘাম
মাটি পেন্সিল চক খাওয়ার আকাঙ্ক্ষা,
দুধ সহ্য হয়না, সর্বদা উদারাময় লেগে থাকে
গাড়ীতে চড়ে বেড়ালে উপশম, দুধে বৃদ্ধি
----------------------------------
মায়াজমঃ সোরা (১)সাইকোসিস(১)সিফিলিস(১)
প্বার্শঃ
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ৪০-৬০ দিন
নাইট্রিক এসিডের পূর্বে
ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করা উচিত নয়।