করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

সাইকোসিস মায়াজম সহজে চেনার উপায়

 মায়াজম - সাইকোসিস

উৎসঃ দূষিত স্ত্রীলোকের মাধ্যমে ছড়ায় গনোরিয়া,  যা চাপা পড়ে সাইকোসিস (প্রমেহ ) হয় ।

দৈহিকঃ অস্বাভাবিক গঠন, দেহ মোটা ।

         আঁচিল/টিউমার থাকে, ছোট-বড় মাংস বৃদ্ধি ।

         মাথায় ঘাম।

         বাত কফ-কাশি ও কোষ্ঠবদ্ধতা।

         মাংসপেশির রোগ।

         স্থানে স্থানে গোলাকার টাক পড়ে।

স্বভাবঃ  কোন বিষয় গোপন রাখার প্রবৃত্তি।

         ঘনঘন চিকিৎসক বদলায়।

         রাতে শুলেই গড়াগড়ি।

         ঋতু পরিবর্তনের রোগ বৃদ্ধি,মনে পরিবর্তন।

খাদ্যঃ  দুধ হজম হয় না।

মানসিকঃ  মন সবসময় রোগের কথা চিন্তা ।

         স্মৃতি হীনতা , আত্মভোলা।

যৌনতাঃ প্রজনন যন্ত্রের নানা রোগ।

প্রসবের পর স্বাস্থ্য ভেঙে যায় ।

সময়ঃ  সকাল হতে সন্ধ্যা পর্যন্ত রোগ বৃদ্ধি।

মেঘলা দিনও বর্ষাকালে রোগ বৃদ্ধি ঘন ঘন প্রস্রাব।